জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের শ্রমিক কর্মচারিদের বকেয়া বেতন ভাতা পরিশোধ, চিনিকল ব্যবস্থাপনায় অনিয়ম,চিনিকল অন্যত্র বিক্রি কয়ার পাঁয়তারা সহ বিভিন্ন অনিয়ম এর প্রতিবাদে শ্রমিক কর্মচারীদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চিনিকলের ১ নং গেটে ৫ শতাধিক শ্রমিক কর্মচারীদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিওয়াকার্স ইউনিয়নের সভাপতি মো. লিচু মিয়া,সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান,আবুল হোসেন,বেলাল উদ্দীন, রাশেদ, রফিকুল ইসলাম প্রমূখ।
জিল বাংলা চিনি কলের ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম বলেন, শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রাখায় পরিবার সন্তান নিয়ে অনাহারে দিন যাপন করছে শ্রমিকরা। বাংলাদেশের মধ্যে চিনি উৎপাদনে এই মিল প্রথম সারিতে অবস্থান করছে। সুষ্ঠু ব্যবস্থাপনায় জিল বাংলা চিনি কল পরিচালিত হবে লাভের মুখ দেখবে এই চিনি কল । তাই শ্রমিকদের জীবনযাত্রা উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
অন্যান্য বক্তারা বলেন, সরকারের টাকার অভাব নাই।সরকার সব জায়াগায় ভর্তুকী দিলেও চিনিকলের প্রতি অনীহা প্রকাশ করছেন। একটি কুচুক্রী মহল পেঁয়াজের মতো চিনির বাজারও অস্থির করার লক্ষে মিল ব্যক্তিগত মালিকানা নামমাত্র মূল্যে ক্রয় করার পাঁয়তারা করেই চলেছেন। আমরা খুবই শঙ্কিত। মিলের চাষী ও শ্রমিকরা খুব কষ্টে দিনাতিপাত করছেন । আজ তাদের সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে থাকতে হয়। চলতি মাসসহ তিন মাস যাবৎ বেতন বন্ধ থাকায় দোকানের বাকি টাকা পরিশোধ না করাতে দোকানদার বাকি দেওয়া বন্ধ করে দিয়েছে। সরকার সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দায়িত্বশীল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন।
তারা আরো দাবী করে বলেন, যদি সুষ্ঠুভাবে এই চিনিকল পরিচালনা করা হয়। তাহলে এই প্রতিষ্ঠানটি লাভবান হবেন। আর দেশের সকল জনগণ উন্নত মানের ও কম মূল্যে চিনি পেয়ে উপকৃত হবেন।
মেহেদী হাসান
জামালপুর।
১৯-০৯-২০২০