জাতীয় সংসদ উপনির্বাচনে বগুড়ার দুটি আসনে জাতীয় পার্টি, জাসদ, বহুল আলোচিত হিরো আলমসহ মোট ১৪ প্রার্থী জামানত হারিয়েছেন।
নির্বাচনী আইনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা এই জামানত হারান।
জামানত হারানো প্রার্থীরা হলেন,
জাতীয় পার্টির প্রার্থী সাবেক হুইপ নূরুল ইসলাম ওমর (প্রাপ্ত ভোট ৬ হাজার ৯৯৫), আশরাফুল আলম ওরফে হিরো আলম (৫ হাজার ২৭৪), সাবেক বিএনপি নেতা সরকার বাদল (২ হাজার ৮১১), রাকিব হাসান (১ হাজার ৪৪৯), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী ইমদাদুল হক ইমদাদ (১ হাজার ৩৪০), বীর মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল (১ হাজার ৬১৮), খেলাফত আন্দোলনের নজরুল ইসলাম (৪৬৮), জাকের পার্টির ফয়সাল বিন শফিক (৪১৭) ও গণফ্রন্টের আফজাল হোসেন (১৭০)।
এদিকে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে ভোট পড়েছে ৭৮ হাজার ৫২৪টি। জামানত ফিরে পেতে হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ন্যূনতম ৯ হাজার ৮১৫ ভোট পেতে হবে। কিন্তু ওই আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে পাঁচজনই সেই ভোট পাননি। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।