বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ-বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলামিক
  7. কবিতা-সাহিত্য
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. প্রবাস

ভারতের বাজেটে ব্যাপক কর ছাড়

প্রতিবেদক
সময়ের দাবি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ

লোকসভা ভোট সামনে রেখে জনগণকে বিভিন্ন ধরনের ছাড় দিয়ে আগামী অর্থবছরের বাজেট পেশ করেছে প্রতিবেশী দেশ বিজেপি সরকার। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেন। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, মোট সাতটি উদ্দেশ্যের ওপর ভিত্তি করেই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

নির্মলা সীতারামন বলেন, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। ২০৪৭ সাল পর্যন্ত ভারতকে পথ দেখাবে এবারের বাজেট। উন্নতির শেষ সীমা পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাবে এ বাজেট।

এবারের বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর হয়েছে। ৫ লাখের পরিবর্তে এবার এই ঊর্ধ্বসীমা করা হয়েছে ৭ লাখ টাকা। অর্থাৎ ৭ লাখ টাকা পর্যন্ত যাদের আয় তাদের আয়কর দিতে হবে না। পাশাপাশি, নতুন আয়কর কাঠামোয় ছটির পরিবর্তে পাঁচটি স্তর করা হলো। যার ফলে কারও বার্ষিক আয় ৯ লাখ টাকা পর্যন্ত হলে তাকে ৪৫ হাজার টাকা আয়কর দিতে হবে, যা আগের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। ৯ থেকে ১২ লাখ টাকা বার্ষিক আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। অন্যদিকে ১২ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে ২০ শতাংশ আয়কর দিতে হবে। এ ছাড়া ১৫ লাখের বেশি বার্ষিক আয়ে ৩০ শতাশ কর দিতে হবে, যা প্রায় দেড় লাখ টাকা। আগে এ আওতায় থাকা ব্যক্তিদের কর দিতে হতো ১ লাখ ৮৭ হাজার টাকা। কমানো হলো সর্বোচ্চ আয়করদাতাদের সারচার্জও। জানা গেছে, অপরিবর্তিত থাকছে পুরোনো আয়কর কাঠামো। এ ছাড়া ইপিএফ-এ করযোগ্য আয়ের ওপর ট্যাক্স ৩০ শতাংশ থেকে কমিয়ে করা হলো ২০ শতাংশ।

সর্বশেষ - আন্তর্জাতিক