দর কষাকষি এবং নানা নাটকীয়তার পর দলবদলের শেষ মুহূর্তে বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্দেজ।
ইংলিশ ক্লাবে যোগ দিয়ে কাতার বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার জানান বিশ্বের সেরা লিগের শিরোপা জিততে চান তিনি।
বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্স করায় ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েন এনজো।
শুরুতে লিভারপুল ও ম্যানেচেস্টার ইউনাইটেডের পর তাকে দলে ভেড়ানোর দৌড়ে যোগ দেয় চেলসি। এই সুযোগে এনজোর দাম বাড়িয়ে দেয় পর্তুগিজ ক্লাব বেনফিকা। এরপরই এককভাবে দৌড়ে থাকে চেলসি
বুধবার রাতেই আনুষ্ঠানিকভাবে ফার্নান্দেজকে পরিচয় করিয়ে দেয় চেলসি। ব্লুজদের হয়ে ৫ নম্বর জার্সি গায়ে খেলবেন এই আর্জেন্টাইন। চেলসির অফিসিয়াল ওয়েবসাইটে ফার্নান্দেজ বলেছেন, ‘আমি চেলসি এবং মালিকপক্ষের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে দলে আনতে সবকিছু করেছে।’