বৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ-বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলামিক
  7. কবিতা-সাহিত্য
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. প্রবাস

সুমি শবনমের নতুন গান ‘আইলসা লাগে’

প্রতিবেদক
সময়ের দাবি
ফেব্রুয়ারি ২, ২০২৩ ১২:০০ অপরাহ্ণ

গত বছরের ১১ জুলাই সুমি শবনম প্রকাশ করেছিলেন ‘ভাল্লাগে’ নামের একটি গান।

খুব অল্প সময়েই গানটি দর্শক প্রিয় হয়ে উঠেছিলো। ইতোমধ্যে ইউটিউবে যার দর্শক চার কোটিরও অধিক।

সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন গান নিয়ে এলেন সুমি শবনম। এবারের গানের নাম ‘আইলসা লাগে’।

গানটি লেখা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাস এস এম তুষারের। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ, মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ।

গানটিতে মডেল ও নাট্যাভিনেতা নয়ন বাবু ও শায়লা সাথী ছাড়াও পারফর্ম করেছেন আনোয়ার, তানিয়া আফরোজ মৌমিতা, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয় ও আশরাফুলসহ আরও অনেকে। ‘আইলসা লাগে’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউবে চ্যানেলে।

সর্বশেষ - আন্তর্জাতিক