গত বছরের ১১ জুলাই সুমি শবনম প্রকাশ করেছিলেন ‘ভাল্লাগে’ নামের একটি গান।
খুব অল্প সময়েই গানটি দর্শক প্রিয় হয়ে উঠেছিলো। ইতোমধ্যে ইউটিউবে যার দর্শক চার কোটিরও অধিক।
সেই গানের রেশ কাটতে না কাটতেই নতুন গান নিয়ে এলেন সুমি শবনম। এবারের গানের নাম ‘আইলসা লাগে’।
গানটি লেখা ও সুর করেছেন মোহাম্মদ আকরাম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন সজিব দাস। কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন হাবিবুর রহমান। ক্যামেরায় ছিলেন সানি খান, সম্পাদনা ও কালার বিন্যাস এস এম তুষারের। আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বাদল শহীদ, মেকআপ আর্টিস্ট ছিলেন দিগন্ত ওয়াহিদ।
গানটিতে মডেল ও নাট্যাভিনেতা নয়ন বাবু ও শায়লা সাথী ছাড়াও পারফর্ম করেছেন আনোয়ার, তানিয়া আফরোজ মৌমিতা, বাদল শহীদ, খায়রুল আলম, বিজয় দত্ত, রাজু, সাইফুল, লতিফ খান, হেদায়েত উল্লা তুর্কি, বিজয় ও আশরাফুলসহ আরও অনেকে। ‘আইলসা লাগে’ শিরোনামের গানটি মুক্তি পেয়েছে সৃষ্টি মাল্টিমিডিয়া ইউটিউবে চ্যানেলে।