নতুন ফ্ল্যাটে উঠেছি মাস হলো পার,
তিনজন মানুষের ব্যাচেলর সংসার।
জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখি,
তিনজন বালিকার হরিণী আঁখি।
প্রথম কয়েকদিন খোলা জানালায়,
মনকাড়া রূপ তার দেখতাম ঠায়।
তিনজনে হাসে খেলে পড়ার ফাঁকে,
হাসিতে হাসিতে রাতে লাল ছবি আঁকে।
সে হাসির রূপ আমি দেখতে না পাই,
মনকাড়া রুপসী জানালায় নাই।
একবার কথা বলি ভাবি কতবার!
জানালার রূপসী কি আসবে না আর?
দিন কয়েক গেলে পরে বুঝি হৃদয়ে,
রূপসীর আসন সে নেয় সরায়ে।
জানালার ধারে বসে ছোটো লাল পরী,
দূরে গেছে রূপসী, আর কী বা করি।
এক মাস পরে আজ হঠাৎ দেখি,
জানালায় রূপসীর কালো দুটি আঁখি।
নাম কারো জানি নাকো, বলি নাকো কথা,
নাম জানা জরুরি না, সব অযথা।
তিনজনে মিলেমিশে করে পড়াশোনা,
মাঝে মাঝে আমি তাই পাই প্রেরণা।
হঠাৎ কখনো যদি কথা হয়ে যায়
প্রেরণার কথাটুকু বলে দিব তায়।