ভারতের নয়াদিল্লিতে রাইসিনা ডায়লগে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম।
তবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডায়লগে যোগ দিতে দেশটি সফরে যাচ্ছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইসিটি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শারীরিক অসুস্থতার কারণে নয়াদিল্লি সফর বাতিল করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
অন্যদিকে আইসিটি বিভাগের এক কর্মকর্তা জানান, রাইসিনা ডায়লগে যোগ দিতে বেলা ১১টা ৪৫ মিনিটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন আইসিটি প্রতিমন্ত্রী পলক।
নয়াদিল্লিতে আজ সপ্তম বারের মতো তিন দিনব্যাপী রাইসিনা ডায়লগ শুরু হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডায়লগের উদ্বোধন করবেন।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।