সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ-বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলামিক
  7. কবিতা-সাহিত্য
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. প্রবাস

হৃদরোগে আক্রান্ত সংগীতশিল্পী তৌসিফ

প্রতিবেদক
সময়ের দাবি
এপ্রিল ২৫, ২০২২ ৭:০৪ পূর্বাহ্ণ

হৃদরোগে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী তৌসিফ আহমেদ।

দূরে কোথাও’, ‘বৃষ্টি ঝরে যায়’সহ অনেক জনপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন জয় করেছেন তৌসিফ আহমেদ।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় প্রচণ্ড বুকে ব্যথা নিয়ে নিজেই রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।

চিকিৎসকরা নানারকম পরীক্ষা করে জানতে পারেন তৌসিফের হার্ট অ্যাটাক হয়েছে।

আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়েছে।

তৌসিফ আহমেদ গণমাধ্যমকে জানান, ‘ইফতারের পূর্বে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করি। বাসায় কেউ ছিল না। আমার পরিবারের সবাই ঈদ করতে গ্রামে গেছে। নিজেই হাসপাতালে গিয়েছি। টেস্ট করে চিকিৎসক বলেন হার্ট অ‌্যাটাক হয়েছে। তাৎক্ষ‌ণিকভা‌বে চিকিৎসা দেয়াতে প্রাণে বেঁচেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তিনি আরও জানান, আপাতত তিনি বাড়িতেই আছেন। চিকিৎসকরা কার্ডিওলজি ইউনিটে ভর্তি হতে বললেও কিছু সমস্যার কারণে ভর্তি হতে পারেননি। খুব দ্রুতই তার এনজিওগ্রাম করতে হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক