মোঃ ইমরান মাহমুদ, নিজস্ব প্রতিবেদক : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম আগমী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৮ মার্চ) বিকেলে বেলতৈল উচ্চ বিদ্যালয় মাঠে ঘোষেরপাড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুবাশির হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার এস এম সাইফুল্লাহ রহমান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এরশাদ হোসেন সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাসেদুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম লিটু, ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আতাউর রহমান আলতাব প্রমুখ।
উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান আকন্দ, মোঃ সোলায়মান কবীর, রুবেল হাসান লক্ষী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুজ্জামান লান্জু এবং বেনজির আহমেদকে আগামী তিন বছরের জন্য ঘোষণা করা হয়েছে।