এবার ভালোবাসা দিবসে নতুন গান প্রকাশ করতে চলেছেন সংগীতশিল্পী সাইফ শুভ।
এরই মধ্যে গানটির অডিও রেকর্ড এবং মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।
নতুন গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘এই শহরে’। মুহাম্মদ শোয়াইবের কথায় গানটির সুর ও সংগীত করেছেন রাজন সাহা।
এসব তথ্য সংগীতশিল্পী সাইফ শুভ নিজে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।
সাইফ শুভর ফেসবুক পোস্টের অনুলিপি নিচে তুলে ধরা হলো।
সবাইকে ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা।
অপেক্ষার পালা শেষ হতে চলেছে, ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আসছে আমার নতুন গান “এই শহরে” গানটির কথা লিখেছেন মুহাম্মদ শোয়াইব, গানটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীত পরিচালক রাজন সাহা। দারুণ স্টোরি সম্বলে বাংলাদেশ, কলকাতা সহ ভারতের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত “এই শহরে” গনটির মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদ্বিপ্ত চৌধুরী ও তার টিম।
নতুন গানটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি ঠিক বিকেল ৫টায় বাংলাদেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান Studio Joya স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল, অফিসিয়াল ফেইসবুক পেইজ সহ স্টুডিও জয়া’র সকল ডিজিটাল প্লাটফর্মে একযোগে অবমুক্ত করা হবে। বাংলা গান শুনুন বাংলা গানের সাথে-ই থাকুন, ভালোবাসা সবসময়।
সময়ের দাবি/মোঃ দিলশান আহমেদ বিদুল