যমুনার ঢেউ কেড়েছে হৃদয়, যেমন করে কাড়ে দুই পাড়।
চেখেছো কী কেউ হৃদয় গলা ঢেউ, কেমন স্বাদ তার?
হরাথন মাঝি এসেছে আজি যমুনার স্বাদ পেতে।
যমুনা কী রাজি, না কেড়ে হৃদয়, স্বাদ তার দিতে?
যমুনার স্বাদ পেয়েছে যে জন, সে জন সর্বস্বান্ত,
যমুনার পেটে পরিজন গেছে, হয়েছে সে অশান্ত।
যমুনাকে সে বেসেছিল ভালো আঁতুড়ঘর হতে,
যমুনার ঢেউ কেড়ে নিছে সব অমানিশার রাতে।
সেই রাত হতে নৌকাতে বাস, যমুনার বুকে চলাফেরা,
বুকের ভেতরখানি পুরোপুরিভাবে, যমুনার স্বাদে ভরা।
বলি, ❝হরাথন মাঝি! বাড়ি চলে যাও, যমুনার স্বাদ তেতো।❞
হরাথন বলে, ❝যাবো কোথায়? ব্রম্মপুত্র হৃদয় করেছে ক্ষত❞।