সম্প্রতি ইউটিউব চ্যানেল এ আপলোড হওয়া কণ্ঠশিল্পী শাওন আল ফারুক এবং সামছুন নাহার পূর্ণতার যৌথভাবে গাওয়া ‘ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া ২.০’
শিরোনামের গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে অসংখ্য প্রসংশা কুড়াচ্ছেন।
গত ০৯ সেপ্টেম্বর কণ্ঠশিল্পী শাওন আল ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়।
প্রকাশিত হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে গানটি।
আজ থেকে প্রায় ২৭বছর আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রয়াত সালমান শাহ অভিনিত “অন্তরে অন্তরে” সিনেমায় বিশিষ্ট গীতিকার মনিরুজ্জামান মনিরের রচনা ও জনপ্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লা এবং প্রয়াত এন্ড্রু কিশোরের গাওয়া এ গানটি কভার করে অন্যরকম রূপ দেওয়ার চেষ্টা করেছেন এ দুই তরুণ প্রজন্মের শিল্পী।
কণ্ঠশিল্পী শাওন একাধিক এলবামে কন্ঠ দিলেও পূর্ণতার গাওয়া দ্বিতীয় যৌথ এলবাম এটি।
গানটি নিয়ে পূর্ণতা জানান-“গানটি কালজয়ী গান,এ ধরণের গানগুলো যাতে এই সময়েও মানুষের অন্তরে সমান্তরালে বাজতে থাকে সেই লক্ষেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা”।