আজ আন্তর্জাতিক বাবা দিবসকে কেন্দ্র করে। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পৃথিবীর সকল বাবাকে সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার (২০ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি আপলোড করে বাবা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মুশফিক।
ছবিতে দেখা যায়, গ্যালারিতে দাঁড়িয়ে মুশফিকের বাবা আর অন্যপাশে মাঠের ভেতরে মুশফিক দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করছেন।
নিজের স্ট্যাটাসে মুশফিক ইংরেজিতে লিখেছেন, ‘Mirpur, Gabba or Lord’s, my superhero father is always present at the ground cheering for me and Bangladesh. His blessing truly inspires me to perform well for our nation. Love you dad.
Happy fathers’ day to all the fathers around the world. ??
যার বাংলা অর্থ: ‘মিরপুর, গাব্বা কিংবা লর্ডস আমার সুপারহিরো বাবা সবসময় মাঠে উপস্থিত থাকেন। আমাকে এবং বাংলাদেশ দলকে অনুপ্রেরণা জোগান। তার দোয়া সত্যিই আমাকে অনুপ্রেরণা দেয় দেশের জন্য ভালো খেলতে। তোমাকে ভালোবাসি বাবা। পৃথিবীর সব বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।’
সময়ের দাবি/এমডিএবি