রবিবার , ২০ জুন ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ-বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলামিক
  7. কবিতা-সাহিত্য
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. প্রবাস

বিএনপি নেতা শফী চৌধুরী বহিষ্কার

প্রতিবেদক
সময়ের দাবি
জুন ২০, ২০২১ ১২:২১ পূর্বাহ্ণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সদস্য শফী আহমেদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার (১৯ জুন) বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভংগ ও দলের স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক শফী আহমেদ চৌধুরীকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে তাঁকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ জুন কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিলো শফী আহমেদ চৌধুরীকে। ওই নোটিশের জবাবে তাঁর বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয়নি বিধায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসডি/দিআবি

সর্বশেষ - জাতীয়