বুধবার , ১০ মার্চ ২০২১ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থ-বানিজ্য
  4. আন্তর্জাতিক
  5. আলোচিত
  6. ইসলামিক
  7. কবিতা-সাহিত্য
  8. কৃষি ও প্রকৃতি
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. চাকরি
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. জোকস
  15. প্রবাস

করোনার ভ্যাকসিন নিয়েও করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

প্রতিবেদক
সময়ের দাবি
মার্চ ১০, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরও গত ৬ মার্চ করোনা আক্রান্ত হয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন বলে তথ্য নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের ডা. ইমদাদুল হক।

চিকিৎসকরা জানিয়েছেন, কমিশনারের অন্য কোনো জটিলতা নেই ও এন্টিবডি লেভেল ভালো। গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনারের ভ্যাকসিন নেওয়ার মধ্য দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে করোনা ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। টিকা নেওয়ার ২৯ দিনের মাথায় ৬ মার্চ করোনা শনাক্ত হয় ডিএমপি কমিশনার।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র‌্যাব ২ হাজার ৫২৫ জন। ডিএমপির ৩ হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র‌্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। তাদের মধ্যে র্যানব সদস্য ৬ জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।

সর্বশেষ - আন্তর্জাতিক