দুরমুঠে উদ্যোক্তা নঁকশী পল্লী এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার(৮ মার্চ) সকাল ১১ ঘটিকায় শতাধিক নব্য আত্ম-কর্মী ও নেতারা সহ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১ নং দুরমুঠ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই উদ্ভোধনটি অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহবায়ক শ্রী বিজন কুমার চন্দ, জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মোঃ শাহীনূর আলম, জামালপুর জেলার যুক্তিযযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার সৈয়দ-হারুন-রশিদ, ১নং দুরমুঠ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও দুরমুঠ ইউনিয়ন এর উদ্যোক্তা নঁকশী পল্লী এর সভাপতি সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, দুরমুঠ ইউনিয়ন এর উদ্যোক্তা নঁকশী পল্লী এর সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিপুল সহ আরো অনেকেই।
দুরমুঠ উদ্যোক্তা নঁকশী পল্লী এর সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বিপুল বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, জামালপুরে যে ‘শেখ হাসিনা নঁকশী পল্লী নির্মাণ হচ্ছে সেখানে গুনগত মান সম্পুর্ন কাপড় নিয়ে আমাদের অংশগ্রহণ করা। সেই লক্ষে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা ও আত্ম-কর্মী গড়ে তোলা।
অন্যান্য বক্তারা বলেন, আমি যখন নতুন করে উদ্যোক্তা হওয়ার উদ্যোক নেয় তখন আমাকে নানা রকম বাধা ও বিপত্তির সম্মুখীন হতে হয় তবে আমি ভেংগে পরিনি তাই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তোমাদের ক্ষেত্রেও এমনটাই হবে তবে তোমাদের মধ্যে যে ভয়কে জয় করতে পারবে সেই হতে পারবে সফল।
এরকম আরো অনেকের অনুপ্রাণিত বক্তব্যের মাধ্যমে শেষ হয় উদ্যোক্তা নঁকশী পল্লী এর শুভ উদ্ভোধন অনুষ্ঠানটি।
মোঃ দিলশান আহমেদ বিদুল
জামালপুর।
০৮/০৩/২০২১